আমার কবিতার জন্য ,
আমি রাখিনি কোন নিয়ম ,রাখিনি কোন আইন –
রাখিনি কোন নির্ধারিত  সংজ্ঞা   ও রূপ -
সমুদ্র এর প্রান্ত বেঁধে রাখার মত ,
কোন শক্ত  বিস্তীর্ণ  বাঁধ রাখিনি আমি , আমার কবিতার জন্য  –
আমার কবিতা আছড়ে পড়ুক , আমার কবিতা মুখ থুপড়ে পড়ুক ,
মাতাল ,উচ্ছৃঙ্খল , মানবের মত দিন কাটায় যদি কাটাক –
আমি ওর রাশ টেনে ধরব না –
আমার কবিতা স্বাধীন , সেচ্ছাচারী হয়ে যদি ভেঙ্গে দেয়  মানবের সমস্ত সৃষ্টি অহঙ্কার –
যদি আগুন হয়ে  নিভিয়ে দেয় জীবনের সব আলো ,
আমি ওকে না করব না ,


আমার যত নিয়ম কানুন শাসন ,
তা আমি আমার জন্যই রাখলাম –
আমার কবিতার জন্য নয় –
আর তুমি?
তোমাকেই বলছি -
পারবে তো , তোমার সমস্ত ক্ষমতা দিয়ে ,
আমার কবিতার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে ?


আমার  জীবন তোমার হাতে বন্দী , দুর্বল , ক্ষমতাহীন-
আমার কবিতা নয় –
হয়তো আমিও নয় -