ঝুড়ি ভরা শব্দের সহজ কঠিন বুনন ,
সে তো কবিতাই হবে শেষমেষ –
সে কি মানুষ হবে ?

একদিন যদি এমন হয় ,  
ধুলো কালি মাখা হাত ,
ছেঁড়া জামা লাল চুল বেনী মেয়ে এসে বলে –
আমার এক মাথা চুলে , একটু নারকেল তেল দাও মেখে-
কবিতা কি পারবে ?  
কোন এক মায়ের মত ওর বেণী বেঁধে দিতে-
অন্তত একবার-    

এমন কতবার কত হাজার কবিতা আমি লিখিনি ,
না খুজিনি কোন শব্দ ,
শুধু মানুষ হতে পারিনি বলে।