ছোট্ট মেয়ে, দিনগুলি কাটে বেশ
পাড়ার বন্ধু ঝগড়াটা ভালো পারে
সারাদিন তারা আড়ি আর ভাব করে
জানত কি তারা এই বুঝি সব শেষ।
মিথ্যে সেদিন ছিল
বুঝতে তারা করতো না কেউ ভুল।
মিথ্যে টাই-তো সত্যির ছিল মূল।
আজ কি তারা ভুলেছে সে দিন গুলো
ছোট্ট ছেলেটা হঠাৎ কেমন অনেক বড় যে
ছোট্ট মেয়ে যে বদলে গেছে
বন্ধুত্বটা থেকে গেছে আজ অনেকপিছে
অনেক দিনের পরে যখন দেখা মাঝে সাজে
নতুন করে তারা পরিচয় শুধু করে
ক্ষনিক দেখার মাঝে নতুন সুরে
পুরানো টুকরো টুকরো স্মৃতিগুলো তারা নতুন করে জুড়ে।
সেই সে বন্ধু, অনেক অনেক দূরে সেতো।
বন্ধু তার আর আগের মত কথায় কথায়
ঝগড়া বাধে নাতো।
বন্ধুটা বুঝি বদলে গেছে
তবু আগের মতই হাঁসে।
বন্ধুটাও কি এমনি করেই ভাবে শুধু।
তার ছোট্টবেলার বান্ধবীকে নতুন করে খোঁজে।
হারিয়ে যাওয়ার আগে বুঝি এমনি করেই কাঁদে
কেমন করে বলবে তারা
তুমি কি সেই ছোট্টবেলার তুই?