আজ আমি মেঘ হব না
বিকেল বেলার বৃষ্টিও না –
হবনা আমি হলুদ পাখি ,
আমি উড়ব না তোর সাথে-
আমার এত্ত অভিমান -
সত্যি মনে আছে,
একদিন তুই  সূর্য  ছিলি –
আর আমার ঘর অন্ধকারে ভরা ,
একদিন তুই  নদী ছিলি ,  
জোয়ারের মত জীবন ভরা –
আর আমার জীবনে খরা -
একদিন তুই বাতাস ছিলি ,
ঝড়ের মত বেপরোয়া ,
আমার মন ভেঙ্গে ভেঙ্গে উড়িয়ে দেওয়া।
সত্যি মনে আছে ,
একদিন তুই মেঘ ছিলি –
বৃষ্টি হয়ে ঝরা ,
শুধু আমার চোখেই?
সে তোর কেমন শাস্তি দেওয়া ?