ব্যর্থ  জীবন গড়ে ব্যথার পাহাড় যেই বেলা ,
শব্দে শব্দে ছন্দে ছন্দে গাঁথা কবিতার মালা ,
তারি মাঝে  অজস্র মনি মুক্ত কনা ,
অবহেলায় বিলালে কবি ,তুমি আনমনা –
কবিতায় জ্বলে হীরে পান্নার মত হৃদয়ের ক্ষত গুলো-
তাই বুঝি কবি কবিতার দেহে এত আলো ।


আসরের আদৃত কবির লেখা " ব্যাথার পাহাড় "লেখা পড়ে এই কবিতা। এই কবিতা উনাকেই উত্সরগ করলাম ।