পৃথিবী তো সেই আগের মতই আছে,
আকাশ বাতাস সাগর নদী জল –
কেবল শুধু বদলে যাচ্ছে এই পৃথিবীর মানুষ দল –
নতুন নতুন ইচ্ছে যত ,নতুন চাওয়া পাওয়া
নতুন খেলায় নাম লিখিয়ে কেবল দল বদল-
কেউ কি জানে কোন খানে শেষ , শেষ চাওয়াট কি ?
ওই দেখ ঐ উড়ল মিসাইল , যুদ্ধ আবার শুরু ।
যেখান থেকে শুরু ,সেইখানেতেই শেষ -
সৃষ্টি আর ধ্বংস খেলায় যেমন খুশি তেমন সাজো ,
হয়তো এ ইচ্ছেটাই লাগছে ভাল বেশ-
পৃথিবী তো সেই আগের মতই আছে    
বইছে বাতাস , রয়েছে সেই বৃষ্টি পড়া দিন  
শুধু মানুষেরই ভীষণ রকম ইচ্ছে বদল –
ইচ্ছে হলে আনতে পারে এমন দিনও-
যতই খোঁড় এই পৃথিবীর হৃদয় ,
হয়তো সেদিন পাবে না আর একটা মানব মনও  -