কয়েকটা শব্দকে আগুনে পোড়ালাম ,
ওরা আগুনকে প্রতিবাদী ঝড় বানিয়ে দিল-
কয়েকটা শব্দকে জলে ভাসিয়ে দিলাম ,
ওরা নদীতে বাঁধ ভাঙা বন্যা আনল –
কয়েক শব্দকে আকাশে ছুঁড়ে দিলাম ,
ওরা গর্জে উঠল বজ্রপাত হয়ে -
কয়েকটি শব্দকে লিখতে পারলাম না কিছুতেই -
কারন ওরা কবিতা হতে চায়নি ,  
ওরা গল্প হতে চায়নি,
ওরা বিক্রি হতে চায়নি বইয়ের পাতায় পাতায় শুয়ে ,
ওরা জীবন চেয়েছিল ,আমি ওদের জীবন দিতে পারিনি-