-----শ্রদ্ধেয় কবি শম্ভু রক্ষিত প্রতি শ্রদ্ধার্ঘ্য-----



মৃত্যুর থেকে সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে-
এমন করেও কেউ যেন দেখেছিল মৃত্যুকে তীক্ষ্ণ চোখে-


আমি দেখি তোমার জীবনের নিঃশব্দে চলে যাওয়া, তোমারি ভেতর-
আর দেখি, রেখে গেছো একলা কবিতার নির্জন কান্না,
ছুঁয়েছে আকাশের কালো চোখ মেঘেরও-


যতই বৃষ্টি নামুক আজ,
ঝরুক ব্যাথাটা সবুজ পাতায়,
লুটাক হীরা পান্না-


জানি বন্ধু জানি,
ও কলম তবু, তুমি আর ছোঁবে না।