পৃথিবীর পথে পথে হেঁটে যাবো ,
ঠিকানা বিহীন পথ রাখো রাখো এ পৃথিবির মানচিত্রে –
দেশ হতে দেশ পার হয়ে যাবো ,
কত পাহাড় কত মরু কত সাগরের তীর ধরে শুধু পথ চলা ,
কত কির্তি মানবের, কত পরিচয় ,
তবু শান্তি মেলেনা আমার ,
আমি যেতে চাই আর দূর বহু দূর -
সেই যে ,
এক গ্রামের ভিতর গ্রাম ।
এক মুর্খ শান্ত বধুর অভাবী জীবনে ,
সেলে কেনা এক অতি সাধারণ শাড়িটার মত
যত্নে তোলা পুরানো টিনের বাক্সে খবরের কাগজে মোড়া –
আর অবসরে প্রতিদিন আহ্লাদি আদু্রে হাত ছুঁয়ে ছুঁয়ে দেখে সোনালী জরির সুতোয় বোনা নক্সা –
সেই টুকু ভালোবাসা পেতে মন চায় -
কোন পথে যাবো তার বাড়ি –
যদি হই ঐ সস্তা সেলের শাড়ী।
  চুপ করে থাকে সবাই ,
সে পথের মানচিত্র আকেনি কেউ এই পৃথিবীর ইতিহাসে -
হয়ত এক মাটির দেওয়ালে বাইছে বষার লতা পাতা,
কিছুতেই আমি পারছি না যেতে একটু কাছে, ভালোবেসে -
ওযে সাধারন , নিতান্ত সাধারন , শুধু হারিয়ে যায় আমার থেকে ,
পৃথিবির পথে পথে যুগ যুগ আমি খুজে যাই তাকে –
একদিন ঠিক খুজে পাব , ঠিকানা তার –
সেদিন পৃথিবীর ইতিহাস খুঁজে পাবে এক নতুন মানচিত্র –
যে পথের শেষে আছে শুধু অকারন ভালোবাসা যা নিতান্ত সাধারন ।