মেঘের কোন দাবী নেই –
ও শুধু বলেছিল বৃষ্টি হয়ে আমায় ছোঁবে –
আমি বললাম না, এভাবে ছুঁয়ো না ,
মেঘ বলল ভালোবাসি , এই মন যত চায় তারো চেয়ে আরো বেশি –
তাইতো আমি আকাশ ছেড়ে লুটাব ধুলায় বৃষ্টি হয়ে তোর প্রেমে –
আমি বললাম তা কি করে হবে –
আমায় ছুঁলে নষ্ট তুমি –
কলঙ্ক যে লাগবে গায়ে –
তোর মত আমি নই রে অমন শুভ্র সাদা –
মেঘ বলল ভালোবাসি ,
মেঘের গায়ে কলঙ্ক দাগ লেগেই গেল ,
শুনল না মেঘ বৃষ্টি হয়ে আমায় ছুঁল –
ভালোবাসার হাজারটা দাগ শরীর জুড়ে ,-
কলঙ্ক নয় , এক  পৃথিবী রঙ্গিন জীবন  জাগল ,কোন এক নতুন ভোরে –
আমি তো সেই এক মৃত শরীর লুকিয়ে থাকি তোমার দেহে ও মনে-
ভালোবাসার হাজারটা রঙ তোমার ,
ছড়িয়ে আছে আকাশ বাতাস মন জুড়ে ।