কিছু শব্দ দাও আমায় ,
যেন লিখতে পারি নৈশব্দ কে –
আরো কিছু শব্দ দাও আমায়  
যেন বেঁধে রাখতে পারি বিরহের বাঁধ ভাঙ্গা পাড় ,
আটকে দিতে পারি সুনামির উচ্ছ্বাস-
আর কিছু শব্দ দাও আমায় ,
শেষ না হওয়া রাত্রির মতো ,
ক্লান্ত পথযাত্রীর মত পথ শেষে ,
‘ঘরে ফিরে আসা”- কিছু শব্দ দাও  -
আর কোন চাওয়া নেই আমার,
নেই কোন আভিলাষ-
কিছু শব্দ দাও আমায় ,
শুধু তৃষ্ণা মিটাবার –  
অনন্ত শুন্যের মত আমি নিঃস্ব  
আমি ব্যর্থ -
কিছু শব্দ দাও সূর্য দহনের মত ,
আমি জ্বলে যাই ,আমি পুড়ে যাই    
যেন হয়ে যাই ছাই ভস্ম –
কিছু শব্দ দাও আমায় আয়নার মত ,  
যেন  তায় দেখি একবার কবিতার অদেখা মুখ -
মানবের সমস্ত হিংস্রতা ছুড়ে ফেলে  
একদিন যেন মরি শুধু  প্রেমে মগ্ন –
সবুজ ঘাসের ভিতর আমি যে কেবলই দেখি
এখনো কবিতাকে খোঁজে , খোঁজে জীবনানন্দ -