ঠিক ঘর নয় ,
ঘরের মতও নয়-
সেরকমই এক ঘরের মধ্যে ওদের বসবাস –
পিচ রাস্তার ধারে খাসের জায়গায় কয়েক টুকরো বাঁশ ,
ছেঁড়া ধুলো মাখা কালো পলিথিন ঢাকা চলমান সংসার –
ঘরের সামনে দড়িতে মেলা ছেঁড়া শাড়িটার ভেজা জল টুপ টুপ ঝরে ,
কারো বুঝি হল স্নান সারা –
কড়া খুন্তির আওয়াজ ,
তবে কি রান্না বসাল সে –
ঘরের ভিতর হতে কেউ যেন ডাক দিল –ওগো শুনছো ।
মনে হল ,আমি অন্ধ ভীষণ ,
এতখন দেখেছি শুধু নিবিড় ঘন অভাবের তীক্ষ্ণ তলোয়ারের সুতীব্র আঘাত ,
তবু দেখতে পাইনি তারি মাঝে লুকানো
নিখাদ প্রেমে ডুবে আছে ওরা ,
ওরা ঘরহীন এক ঘর ভালোবাসা ।