পুরানো বাড়ির মাটির দেওয়াল-
মাকড়সার জালে ঘেরা আমার অতীত ।
আমি খুঁজে যাই শুধু ,
কিছু রঙিন ফুলের মত পাপড়ি মেলা সময়।
কিছু দুঃখ লুকানো সেই নিরালা বারান্দার এক কোন-
এখনো কি লুকাবে কি আমায় ?
পুরানো কাঠের বাক্সটা খাটের তলায় একান্ত আপন ।
এখনো রয়েছে কিছু রঙিন জরি কাপড় ,
শোলার গহনা ,কিছু পুতি মালা আমার সঞ্চয় ।
মনে পড়ে পুজো শেষে দেবী বিসর্জন –
তারপর জলে ঝাঁপ, ডুব সাঁতার , –
জলে ভেজা রত্ন মানিক যা ছিল শুধু দেব দেবীর
কিছু তার হল আমার –
আজও দেখি এক দামাল ছেলের দল
বিসরজন শেষে ঝাপ দেয় জলে
সেই সেদিনের আমারি মত -
ফিরতে পারিনা কিছুতেই ভারি হয়ে আসে মন।
আমি যে খুঁজে পেয়েছি এক বাক্স ভরা মনি মুক্তা রতন মোড়া
এক আমার আমিকে তখন ।