এ পৃথিবীর বুকে মাটি জল বাতাস  
আর সূর্যের আলো মেখে
আছি আমি তোমার প্রেমে  ,  
এমনকি ঐ দূর আকাশের বুকে যতকাল জ্বলে নক্ষত্র রাজি
তত দিন আছি আমি –
সমস্ত প্রাচীনতা ভেদ করে যত বার
ফোটে বন মালতীর দল –
তেমনি  জাগি আমি তোমার প্রেমে ।
এ বাতাসের মৃদু স্পন্দনে
যত বিরহীর ব্যর্থ ক্রন্দনে –
আমি আছি চিরকাল ,
তোমার প্রেমে মশগুল ?
আর তুমি ?এক অস্পষ্ট দূর দ্বীপের মত
সবুজ সাজিয়ে বসে থাক –
যেন তোমায় দেখিনি আগে –
যুগ যুগান্ত ধরে এক অনন্ত প্রেমে,
এক অদৃশ্য শাঁখো জীবন ও মৃত্যু দুই নদী তীর ,
পার হয়ে যায় কিছু হাতে গোনা সময় –
আমি ফুরাব না কভু –
আমি আছি চিরকাল এই বিশ্বের অনু পরমানু হয়ে ,
হয়তো এক সাধারন  প্রেম কাহিনীর সাধারন মেয়ে –
আর তুমি ?