তোমাকে দেখেছি তাই ,
বিছানো ধান বোনা মাঠে ঢেলেছি সবুজ রঙ ,
আকাশে রেখেছি মেঘ , যখন তখন বৃষ্টি যদি চাও –
    
ইচ্ছে নদীতে কতনা সাঁতার আমার,    
সমুদ্র তীর জুড়ে রাখি বালি, তোমাকে দেখছি বলে ,
কত জ্যোৎস্না আলোয় ভিজিয়েছি আসমুদ্র হিমাচল –


কবিতায় মুড়ে রাখব তোমার শরীর, বুনেছি শব্দ কত-
কত কবিকে করেছি তোমার দাস-  
এই পৃথিবীর মাটিতে করেছি কত কবিতার চাষবাস –


গ্রামের পর গ্রাম জুড়েছি আলের আঁকা পথ-  
এঁকেছি শীতের মায়াবী কুয়াশা ভোর -
রেখেছি কত কুঁড়ি গাছ ভরে ভরে, আর প্রজাপতি দল –-


কত পাখিদের উষ্ণ আদর নীড়ে, রেখেছি আদুরিয়া মন-
আর পাখিদের ঠোঁটে গান  -
যদি তুমি শুনতে চাও –

যদি উষ্ণতা চাও, সূর্য রেখেছি, রেখেছি পৃথিবীর সমতল  –
রেখেছি মানবের ঘর বাড়ি সংসার -
যদি কোনদিন আমাকেও খোঁজ তুমি,
প্রতিটি কনায় রেখেছি প্রান ভরে ভরে এ বিশ্ব জুড়ে ,
যদি কোনোদিন তুমি আস,
আমায় ভালবাস ।