হাতির মাথা,বকের ঠ্যাঙ-
কাঁদার ভিতর লাফায় চ্যাঁঙ,
চ্যাঁঙের গায়ে নেইতো কাদা-
ঠিক যেনো এক সাহেবজাদা ।


ভোঁ ভোঁ মাছি, দুধের চাঁচি-
নাক ফাটিয়ে উঠছে হাঁচি,
পাঁচু চোরা, কাঁচা ছোঁড়া-
গ্রাম ছাড়ালেই বাঁচি ।


ফয়েজ ফ্যাকা, বদর ব্যাঁকা-
ছাইকাঠিতে দিয়ে ছ্যাঁকা-
ধান্দা ফেলে কান্দা কলা,
ভোলাহাটের গোলা দ্যাখা ।


বাঁদর-ছ্যাঁদর হুতুম প্যাঁচা,
বন-মানুষ আর হেচকি চাচা,
ঝাল পেষানো শিলটি পাটায়-
করবো পিঁয়াজ-আদা ছ্যাঁচা ।


পাগল-ছাগল হাবা গোবা,
ঘাড় ট্যাঁড়ানো কচি খোকা,
করতে তাদের সাপ্টা সোজা-
পঁচা পানির নালায় চোবা ।