************


তুমি পারবে?
আমার সকাল কে কাক ডাকা ভোর করতে?
আলস্য ভেঙ্গে সুর্যের প্রথম কিরণ আমার কপালে ফেলতে?
বাদামি চা-টা কে লাল করতে?


তুমি পারবে?
সময়কে একটু থামিয়ে দিতে?
আমার জমিয়ে রাখা কাজগুলো কমিয়ে দিতে?
দুপুরের পাকা রোদের উষ্ণ ছোঁয়া দিতে?
আমার ডায়েরির পাতাগুলো ভরিয়ে দিতে?


তুমি পারবে?
বিকেলের সোনা রোদে খেলার মাঠে আমার হেলান ছায়া ফেলতে?
শিতের এক সন্ধ্যায় ভাপা পিঠায় মুখ পোড়াতে?


তুমি পারবে?
পড়ার টেবিলে পড়ে থাকা বইগুলো সাজিয়ে দিতে?
বিদ্যুৎ বাতি সরিয়ে লণ্ঠনের হলদে আলো দিতে?


তুমি পারবে?
ঘুমের ঘোরে ছোটবেলার একটা স্বপ্ন দেখাতে?


জানি, তুমি পারবেনা ।তবুও তোমায় বলতে চাই-
তুমি এসো 'শুভ নবদিন'...