**********


এই যে মেয়ে!
একা একা আমাকে ভাবছ?
ভাবছ না?
তাহলে এই সন্ধ্যাবেলা এমন সোনালি আলোতে
একা একা জানালার ওপাশে তাকিয়ে আছ কেন?


ও বৃষ্টি দেখছ?
ঐ যে জানালার ওপাশেই,
পাতাবাহারটা আজ বৃষ্টিতে ভিজছে
আবছা আলোতে কেমন সুন্দর দেখাচ্ছে গাছটাকে।
তোমার ঠোঁটদুটো কাঁপছে
আর তোমার কপালের ভাঁজদুটো বেশ মানিয়েছে;
টিপ না পরে ভালই করেছ,
টিপ পরলে শুধু শুধু কৃত্রিম দেখাত।
আহহা,চুলগুলো সরালে কেন?
বেশতো ছিল;
অবশ্য কানের ওপাশে ওগুলো ভালই দেখাচ্ছে।


তোমার হাতদুটো একবার ধরব?
কেমন যেন একলা লাগছে;
এই হাতদুটো ধরব বলেই তো এই দূরত্ব
তবুও আর কিছুটা সময় কেটে গেলে ক্ষতি কি?
এতগুলো সময় অপেক্ষা করলে,
আরো কিছুটা সময় অপেক্ষা করতেই পারো।


তারপর হঠাৎ একদিন-
এমনি কোন এক সন্ধ্যায়
কলিংবেলটা বাজতেই তোমার অপেক্ষা শেষ হবে,সাথে আমারও।
দরজা খুলতেই দেখবে-
আমি দাড়িয়ে আছি,তিন-চারটা গোলাপ হাতে ......।