___________


মুঠোফোনের সংকেতে আচমকা জাগরণ-
আবিষ্কার করলাম
অন্ধকার বন্দীশালায়, একা কয়েদি আমি।
নিউরনগুলো সচল হয়নি,
বিরতিহীন বেজেই চলেছে মুঠোফোন;
হাতে নিতেই-
চোখের পাতার আকষ্মিক বিচ্ছিন্নতা!


অতঃপর-


বেশ খানিকটা বিরক্তির খোচায় ক্ষোভের উদ্রেক;
বৃদ্ধাঙ্গুলির দৃঢ়তায় লাল বোতামে
রহিত সংকেত,বিলুপ্ত ক্ষীণ আলো।


এলিয়ে পড়া দেহে কল্পদ্রষ্টার পুণঃআগমন,
স্বপ্ন-রাজ্যে অবাধ গতিময়তা-
নেই ছন্দপতন,নেই নিরাশার আর্তনাদ,
কেবল ছুটে চলা-অতীত,বর্তমান আর ভবিষ্যতে।