খাবার! খাবার!! খাবার!!!


হাল্কা খাবার,ভারী খাবার,
চিকন খাবার,মোটা খাবার,
চ্যাপ্টা খাবার,ল্যাপ্টা খাবার-
বিন্দু-রেখা-বৃত্ত খাবার।


একটা খাবার,দশটা খাবার,
শতক,হাজার,লক্ষ খাবার।
লালচে খাবার,নীলচে খাবার,
মেটে-সবুজ-হলদে খাবার।
মিষ্টি খাবার,ঝালও খাবার,
অম্ল-ক্ষর-লবন খাবার।


শুনবি আরো?বলবনা আর-
ভুরি ভুরি বোঝাই খাবার।
শোন রে খোকা,কামান দাগা,
বাঁশের সাথে আগাল লাগা।
নইলে খতম করবে খাবার-
গুলতি ছুড়ে খোড়গে ধাগা ।


বেশ হয়েছে, থামগে এবার
চোখ রাখবি এপার-ওপার,
ভুলেও যেন কেও না শোনে,
বাপ-বেটাতেই করব সাবাড়।


আকাশ খাব,বাতাস খাব,
আগুন খেয়ে পানি খাব।
চন্দ্র খাব,সূর্য খাব,
মেঘ-ছায়াপথ মাখিয়ে খাব।


আলোও খাব,কালোও খাব
বীট লাগিয়ে ইটটি খাব।
রজব বগির পুকুরখানার,
মাছ-পানি সব মিলিয়ে খাব।
ওইযে উঁচু তালগাছটা,
কড়মড়িয়ে চিবিয়ে খাব।


আরো খাব,খেয়েই যাব,
খেতে খেতে মরেই যাব।
বুঝবি খোকা কি ভয়ানক,
যখন বাপের বাপকে খাব।
হুমমম...।


ভয় পেয়েছিস?
আচ্ছা থামি,
আর খাবনা কিচ্ছু আমি।
তুই খোকা সব খাবি যেদিন,
হবি সেদিন সাচ্চা দামী।