দংশীল কাল,
তবে নিল না সে প্রাণ,বলে দিল সে,দিল এক দান,
ছিল ছল তার দানে,
নিয়েছিল কেড়ে অনেককিছু তার প্রতিদানে
দিনপ্রতি কর চাই তার,খুব কড়াকড়ি,কড়ি নই তবুও খুব দামী,অজান্তে নিয়েছিল কেড়ে সব,
কিনেছিল যা চোখের জল দিয়ে,
যার বোঝ ছিল খুব ভারী,