দুরের ওই আলো,ধীরে ধীরে হয় ক্ষীণ,চাই যতবারে করতে যতন–দমে দমে জ্বলে নিজের মতন,ওই আগুনের বক্ষে আছে অনেক আগুন,তাই– মোম চিঁড়ে গলে পরে যখন
চাই বলতে তার কথা
তবু হাহাকারে তার
চাপা পরে যায় ব্যাথা,কথা হারায় ভাষা,ক্রমে ক্রমে বাড়ে বোঁঝা,বোঝা যায় একথা বলা নয় সোজা,
শেষমেশ আলো নেয় তার শেষ প্রশ্বাস.