তোমার অভাবে অবলুপ্ত যে অবয়ব
হানা দেয় নিশীথে প্রাচীন শবর,
আমি যে নিরস্ত নিরুপায় ,
আছড়ে ফেলে, নিশ্চিত করে পরাজয়
নিমজ্জিত আমি মরণের মরীচিকায়,
ধুঁকছি আমার নিঃসঙ্গ শেষ নিশ্বাস
ক্রমশঃ হাতড়ায় রক্তমাখা গায়ে
ক্রমশঃতোমাকে হারায় ওই আলতো আভায়,
এমনি ছিল অভাগা স্বপন,
না পেয়েও দেখি হারবার শমন