কতকাল পরে আবার এসেছ তুমি,
নতুন রূপে, নতুন ভোরের আলো নিয়ে।
কখনও ভাবিনি আবার তোমাকে ফিরে পাব,
আমাদের সংলাপে মুখর হবে সময়।
যখন তোমাকে খুঁজে বেড়িয়েছি
অন্ধকারের রাতে নক্ষত্রদের মাঝে,
মরা জ্যোৎস্নায় চাঁদের কলঙ্কে,
তখন কোথায় ছিলে তুমি,
কেমন করে ছিল তুমি।
আমিতো তোমার কাছেই
যেতে চেয়েছি বার বার,
চেয়েছি তোমার কাজল কালো
চোখের দীঘি থেকে আঁজলা ভরে
জল তুলে নিতে আকুল তৃষ্ণায়।
কত কথা বল তুমি,অথচ যে কথা শোনার
প্রতীক্ষায় থাকে অন্তর্গত বাসনার বসন্ত আমার,
যে গোপন উচ্চারণ চাই আমি তোমার ঠোঁটে,
সে কথা স্তব্ধতার মত অনুচ্চারিত থেকে যায়।
তবুও জ্যোৎস্নার প্রলেপ নিয়ে স্বপ্ন হয়ে আছ,
আমি দেখি, আমি শুধু তোমাকেই দেখি।