তোমাকে ছাড়া আজ যেন পৃথিবী বন্ধুহীন,
ধূসর সন্ধ্যায় যেন মেঘ আর বৃষ্টি।
আমি দাঁড়িয়ে ছিলাম বাসস্ট্যান্ডে,
হটাৎ করেই মনে পড়ল, তুমিও একদিন
দাঁড়িয়ে ছিলে বাসস্ট্যান্ডে একা।
আমি দূর থেকেই দেখেছিলাম তোমাকে,
অপেক্ষা করছিলে বুঝি ট্যাক্সির জন্য।
তারপর তুমি চলে গেলে একবারও
আমার দিকে দৃষ্টিপাত না করেই।
আর আমি স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে
দাঁড়িয়ে রইলাম সম্পূর্ন একাকী হয়ে।
আজও মনে পড়ে তোমার সঙ্গে মেশা,
তোমার মিষ্টি হেসে কথা বলা,
এ সবই কি ছিল মিথ্যে নেশা?
আমার লোভী দুচোখ কি চেয়েছিল
উল্লাসে মেতে ওঠে শুধু তোমাকেই ভালবাসা?
প্রভুত্বের আশা নাকি নারীত্বের সম্পূর্ণতা।
তাই আজও আমি দাঁড়িয়ে আছি একা,
আর হাহাকার মেশা উচ্চারণে
শুধু বলতে থাকি আপন মনে,
মন ভোলাল তোমার অপরূপ মায়া।
শুধু একটা কথাই রইল বাকি,
আমি তোমায় পরিত্রাণ ভালোবাসি।