আমার সমস্ত কবিতা যেন আজ
আমাকেই ব্যঙ্গ বিদ্রুপ করে, এতদিন ধরে
যা লিখেছি তা কি সবই অর্থহীন, অসার।
প্রত্যেকটি নিদ্রাহীন নিঃসঙ্গ রাতে
আমি ডুব দিয়েছি নিজের মনে,
বার বার বসে থেকেছি নিজের মুখোমুখি,
শব্দের জটাজালে যা কিছু গড়ে তুলতে চেয়েছি
তারা কি খড়কুটোর মতো পরিণামহীন ?
তবুও শূন্যতার দেওয়ালে অবিরাম লিখে চলি
কবিতা আমার সমস্ত স্বপ্ন নিয়ে
ভেসে ওঠে তোমারই ছবি আমার হৃদয়ে
চেতনার গভীরতা থেকে আলোর কিরণের মতো।
আমি যেন এক ধ্যানে সমর্পিত করেছি নিজেকে
আর প্রত্যেকটি নির্মম, নিঃসঙ্গ রাতের অন্ধকার
যেন পরিহাস করে আমাকে আর
গাঢ় বেদনার উপলদ্ধি জেগে ওঠে আমার হৃদয়ে।
আমার অভীষ্ট ক্রমশ আবছা হয়ে
দূরে সরে যায় ক্রমাগত অন্ধকারের মাঝে।
আমিও ক্রমশ ব্যর্থতার আধাঁরে ডুবতে থাকি
আর আমার কবিতাগুলি তোমাকে ছাড়া
যেন ধুলোবালি হয়ে পড়ে থাকে
আমার নিঃসঙ্গ হৃদয়ের মাঝেই সীমাবদ্ধ হয়ে।