অসীম কুহক পেতে রেখেছ
তুমি আমার বুকের উপর,
যেন এক পরী হয়ে চেয়ে আছ
তোমার মায়াবী দুচোখ তুলে।
আমি অসীম তৃষার নেশায় মেতে
পথ হারিয়ে ঘর ভুলেছি আজ
ধূসর ঊষর মরুর মাঝে ।
মরীচিকার ছলনা আজ আমার
আকাশ সীমানা জুড়ে প্রতিক্ষণে।
আমি ছুটে চলি দূরে, আরো দূরে,
যেন আর কিছুই নেই এই পৃথিবীতে,
জানিনা কোথায়, কতদূর আর বাকি।
তবু ছুটে চলি যেন শুনে তোমারই ডাক,
কোন অদৃশ্য মায়াবী পুরীতে।
চোখের পলকে হারিয়ে সে যায়,
মরুর হাওয়ার ঝড়ে, মন হারিয়েছে দিশা,
আর পথ যায় সরে সরে।
কোথা আছে সেই সবুজের মেলা,
আর ঝর্ণার ধারা,দিগন্তে হারায় সব আশা
আর শঙ্কায় ভরা মনে আলোছায়া খেলা করে।
অন্তহীন অন্ধকারে আমি আকাশে
নক্ষত্রদের সাথী করে,অসীম আলোর মত
অনুভব করি শুধু তোমাকেই,
ডাকি শুধু তোমায় সারারাত ধরে।