মাঝরাতে যখন ভীষণ অন্ধকারের গ্রাসে
পড়ে থাকি আমি আর
চোখে ঘুম আসে না কিছুতেই,
শুধু একটা কবিতার জন্য
আমি অপেক্ষা করতে থাকি,
বিষন্নতা আমার সমস্ত অনুভবকে
গ্রাস করে শ্রাবণের মেঘের মত,
বাইরে প্রতারক জ্যোৎস্না মায়ার চাদরে
ঢেকে ফেলে এই পৃথিবীকে।
আমি মোবাইলে ছাইপাঁশ লিখি
আর ক্রমাগত ডিলিট করতে থাকি,
মনে হয় যেন এক অজ্ঞাতবাসে আছি,
আর এরকম গোপনীয় মনোকষ্টে
চিরকাল থেকে যাব তখন
আমার অকস্মাৎ তোমাকে মনে পড়ে।
চোখের সামনে যেন দেখতে থাকি
তোমারই স্মিত হাস্য মুখ আর
ভাবি শুধু শুধু পণ্ডশ্রম করি আমি,
তুমিই তো আমার ভালবাসার আসল কবিতা।