সকালে ঘুম থেকে উঠি স্বপ্ন গাঁথা মন নিয়ে,
এক কাপ চা বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়।
সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যায় লোকজন,
দেখি রোদ, আকাশের মেঘ আর বৃষ্টির খেলা।
চায়ের কাপে চুমুক দিতেই যেন
তোমার হাসির প্রপাত ছোঁয় আমার ঠোঁটে।
অথচ কতদিন থেকে তুমি নেই,
সোনালী স্মৃতিগুলো আমার সামনে এসে
হাত ধরাধরি করে নাচতে থাকে,
আমি আবার ফিরে আসি ঘরে,
টিভি চালিয়ে বসে থাকি আনমনে,
সেখানে ফালতু রাজনীতির বকুনি ছাড়া কিচ্ছু নেই।
আমি অবচেতন মনে, মোবাইল ফোনে
ক্রপ করা তোমার ছবি খুলে দেখি,
অবচেতনের অন্ধকারাচ্ছন্ন গুহা থেকে
যেন উড়ে যায় আমার মনপাখি।
দূরে অজানা নীল সবুজ পাহাড়ের দিকে,
যেন শুধু তোমাকেই খুঁজে চলে,
উড়তে থাকে সুদূর সীমানাহীন আকাশে,
আবার ফিরে আসে বিষাদের স্মৃতিগুলো নিয়ে।
আমার কবিতার মতো উড়ে যাওয়া
শুধু ধু ধু করে উদ্দেশ্যহীনভাবে।
আমি চেয়ারে হেলান দিয়ে বসে থাকি
আর ভাবি আজ তুমি নেই বলে
সত্যিই কি আমার জীবনে আজ সবই ভুল।