আবার শ্রাবন এল ঘনঘটায়
নিয়ে এল সেই বিষাদ
আর সাথে ব​য়ে চলা স্বপ্ন ভেলা ।
রিম ঝিম ঝিম নূপুরের আওয়াজ ।


এবার এই নববর্ষায় নিজেকে ভাসাব না,
শুদ্ধ করে নেব যত অব্যার্থ প্রেম ।
ভেজাবো নিজেকে, ভিজিয়ে নেব স্বপ্নের অতীত ।
ভিজিয়ে নেব বুকের পাজরের রুদ্ধ দীর্ঘশ্বাস ।


এবার, শ্রাবন কে বানাবো নর্তকী
সারাদিন আদরে আদরে ভাসাব এ পৃথ্বী ।
ঝম ঝম , ছল ছ্ল ধ্বনি বাজবে সর্বদা ,
কদম ফুলে সাজিয়ে দেব এবারের নববর্ষা ।