তুমি আবার অমাকে
খেলতে ডাকো, বসুন্ধরা
যে খেলা চলে অবিরাম
শ্রাবণের রিমঝিম ঝিম
কিম্বা অনর্গল ঝর্নার মত
পাথরের ভ্রুনে যুগ থেকে যুগান্তর ।


আমি হব নির্মল জোৎস্না ,
ভেজাবো আমার মাধুর্যে, খেলার ছ্বলে ।
জোনাক জ্বলা নিশুত রাতে
স্বপ্ন ভ্রুন জন্ম দিয়ে ।