তোমার ছুরে দেওয়া হাজারও প্রশ্নের মুখে আজ,
জানিনা জবাব আছে কিনা জমা এ হৃদয়ে,
খুঁজে বেরাচ্ছি মনের এ গলি থেকে তস্য গলি,
পাথরের বুক থেকে ঝর্নার ধারায় ।
সময় এগিয়ে যায় ,নিরুন্তর জীভ ।
চুপচাপ, শান্ত, অসীম শান্তির আবেষে ।


খুঁজছি, খুঁজছি জীবনের ওপ্রান্তের গান...
পোড়া বাঁশির সুর, দোঁতাড়ার কলতান...
বর্ষার কলকল রব,বসন্তের দোলমঞ্চের আবীরের ওড়াউড়ি।
নিষ্চুপ এ দু-ঠোঁট, সিক্ত চোখ ।
এগিয়ে চলা সময়ে থমকে যাওয়া মুহূর্ত ।
বুঝে নাও এ নিস্তব্ধতা, আমার জবাব ।