কালবৈশাখি তুই রোজ আসিস এখানে
আমিও থাকব অপেক্ষায় রোজ ।
তোর ইচ্ছে মত রূপ নিয়ে আসিস
সাথে এক দু পশলা বৃষ্টিও আনিস ।


রোজ কথা দিয়ে যাবি
আবার ফিরে আসার ।
ঐ নারকেল গাছের পাতাই বসে
দুজনেই দুলব ...
যেমন দুলাবি তুই ইচ্ছা মত ।
মনে থাকবে তো ?
প্রতিঙ্গা  করে যা আজ্
দুর থেকে ভেসে আসা শঙ্খ ধ্বনির দিব্যি দিয়ে ।



কথা রাখলি তবে...
খুব খুশি আমি তোর সাথে ।
তোর তীব্র প্রতাপেই হারিয়ে যাব ।
দিবি তোর ঐ শান্ত রূপ টা ?
আমার ভীষন প্রিয় সেই আবেগটা?



চল আজ তোর সাথে হারিয়ে যাব
যেখানে তুই থাকিস সেই কিনারে ।
আজ আর দুলব না তোর সাথে
একটু সোহাগ করব , আর কিছু আব্দার ।
রাখবি ? নাকি ভুলিয়ে রাখবি ?
যা ইচ্ছা করিস তুই
চল হারিয়ে গিয়েই জীবন গড়ি ।



ঝমঝমিয়ে বৃষ্টি দিলি,
আকাশ ভাঙা মেঘের গর্জন দিলি,
অন্ধকারে হারিয়ে যাওয়া পথিক কে
আকাশ ঝলকানি আলো দিলি ,
মাঠ ফাঁটা মাটিতে জীবন দিলি ,
ঝিমিয়ে পরা গাছের পাতায় সতেজতা ফেরালি ।
দু চারটে খারাপও করলি...
গাছ ভাঙলি, ধানের ক্ষেতে বাঁজ ফেললি ।
তবুও তুই তো হৃদয় বৈরাগি
তুই আমার কালবৈশাখি ।
অপেক্ষায় থাকলাম,
আবার আসিস যেদিন খুশি ...