পৃথিবীর বুকে এত রেখা চিত্র
অস্পষ্ট, আমি বুঝে উঠতে পারিনা
সুদূর  পথ কোথায় গিয়ে মিশেছে তাও অজানা ।
এ হাতের মুঠোই কতটা তুমি থাকতে পারো
আজও অস্পষ্ট হয়ে আছে মগজের কোটরে ।
এই অস্পষ্টতা কি কখন দূর হবে না ?
সারা জীবন কি আবছায়া হয়ে রয়ে যাবে ?
আমি আর কত কাল মুঠো খুলে রাখব ?


আমাকে আবিষ্কার করো তুমি নতুন করে
হাতের রেখাতে নিজেকে মিলিয়ে নাও ।
এই ঘন আবছায়াকে সরিয়ে দাও
মহাকাশ কিম্বা সুদূর পথের শেষে নিয়ে যাও আমাকে
হাতে হাত রাখা সন্ধ্যা যেন শেষ না হয়
মুঠোই যেন তুমি থাকো , অসমাপ্ত ।