আকাশের খুব কাছে থাকলে
নিজেকে উঁচু উঁচু মনে হয় ।
আভিজাত্য জাকিয়ে বসে মগজে
মনে হয় পায়ের তলায় শুধুই অনন্ত ।
ভোঁ কাট্টা ঘুড়ি গুলো ছুঁয়ে থাকার উচ্ছাস ।
আরো উপরে ওঠার নির্মম সর্বনাশা ইচ্ছা  ।


উপরে উঠতে উঠতে ভুলে যায় পায়ের তলা
আভিজাত্য ভুলে ভোঁ কাট্টা ঘুড়ি গুলোও নিচে যায় ।
নিচে যাওয়ার অমোঘ শান্তি পেতে চায়
ছুঁয়ে দেখতে চায় ভেজা মাটির নম্রতা ।