এক ফোঁটা চোখের জলে,
ভাসিয়ে ছিলে হৃদয় মাঝে।
আকাশের যত বারিধারা,
শুকায়ে সব দিশেহারা।
অনন্ত দুঃখ বেদনার সাথে,
চিত্ত রোজ আগুনে পোড়ে।
মহাসমুদ্রের ঢেউয়ের শব্দে,
চিত্ত রোজ লুকিয়ে কাঁদে।


জীবন এক দীর্ঘ ভ্রমন,
আনন্দ‌ অশ্রুর মিলনায়তন।
এক ফোঁটা অশ্রু ঝরে,
অশ্রুজল মনে চেতনা আনে।
ভুলের ওই অশ্রুজলে,
অনুশোচনার প্রদীপ জ্বালে।
এক ফোঁটা অশ্রুজলে,
অনন্ত হৃদয়ের খরার মাঝে।


তৃষ্ণার যত আবেগ গুলো,
আজ ভিজেছে অশ্রুজলে।
হৃদয়ে সব ভুল অশ্রুজলে,
বাষ্প হয়ে মিলিয়ে কোথায় গেছে।
শুধু চেতনা অনুশোচনা গুলো,
চিত্তে প্রেমের প্রদীপ জ্বালে।
হয়তো হৃদয়ের এক ফোঁটা অশ্রুজল,
ভালোবাসা ফিরিয়ে হৃদয় আগুন জ্বালে।