ধোঁয়া গুলো রোজ হাতছানি দিয়ে ডাকে,
আসক্তির মরণের সর্বনাশা হাতছানিতে।
মনের তৃষ্ণায় স্নায়ুতন্ত্রের চাহিদা মেটায়,
ধীরে ধীরে সবকিছু কবরের নীচে লুকায়।
মাদকের মাদকতা মনে অন্ধকার ডাকে,
চোখে ভাবলেশহীন স্থবিরতা অবাস্তব দেখে।
রাতের ঘুম সকালে দিনে দুপুর কাছে ডাকে,
ধোঁয়া গুলো বাস্তবতা থেকে বহুদূরে।
স্নায়ুতন্ত্রের আর মস্তিষ্কের যুদ্ধ চলে,
রক্তের বিনিময়ে ধমনীতে যত বহে।
ধীরে ধীরে মানবিক ক্ষয়ের পথে
মৃত্যুর আলিঙ্গনে জীবনের অবক্ষয় রচে।
কতদিন এই অভিশাপ পৃথিবীর বুকে,
দাদামা বাজাবে বাজারে আর ঘরে ঘরে।
সব জেনে সব মেনে ধোঁয়া মুচকি হাসে,
দেশজুড়ে রক্তে বিষ বিপননের কাজে।