আমার দুটি হাতে এখনো গঙ্গামাটির কাদা লেগে,
বৎসরের এই দিনটি ভেবে আমার সৃষ্টির স্বপ্ন রচে।
আমার এই সৃষ্টি নিয়ে তোমার আনন্দধারা বাহে,
তোমার এই আনন্দে আমার সৃষ্টির পূজা সাজে।


চালচিত্র আর কাঠামো আমার কেউ না দেখে ভুলে,
আমার তৈরী চালচিত্র কাঠামো নিয়ে মানুষ আনন্দে ভাসে।
আমার তুলির টানে তোমার মন রামধনুর রঙে রাঙে,
রঙের খালি কৌটোগুলো আমার কুঁড়েঘরে পড়ে কাঁদে।


পতিত মাটির গন্ধ নিয়ে আমার সৃষ্টির ডালি সাজে,
তোমার কাছে ওই মাটির পতিতারা আজ‌ও অন্ধকারে।
তোমার হাতের রাঙা সিঁদুরে আমার সৃষ্টি বিজয়ায় সাজে,
সমাজের ওরা কলঙ্কিত সব অপারগ পতিতাদের সিঁদুর দানে।


চারপাশের ওই আলোকমেলা় তোমার ভূষণ ঘরে ,
আমার ঘরের প্রদীপখানি টিমটিমিয়ে জ্বলে।
আমার সৃষ্টির সমাদর তোমাদের সবার মাঝে,
তবু কেন হয় না পূজা জীবন্ত প্রতিমার তোমার সমাজের বুকে?