আত্মমর্যাদা মরেছে নিজ মনে,
করছে আজ উন্নাসিকতা সীমান্তে ভ্রমণ,
প্রজন্মের ইচ্ছের আগরবাতির আলো
ব‍্যবধান বেশ অনেক নিজগুণ,
সবাই মেতেছে জীবনের ভার্চুয়াল দূনিয়ায়।
ভালোবাসার অভাব প্রিয়জনের মাঝে
পরকে তাই আপন করেছে পেছনে রেখে,
আপন সুখে ভুলেছে আপন নিজ ঘরে
স্বাধীনতার সাথে আত্মসুখ জ্বলে।
ভালোবাসা এক ঝর্ণার আলোকমালা,
আত্ম অহংকার একদিন মরে আপন জ্বালায়
যেদিন মনের নগ্নতা আপন কালীমাতা রচে,
আমিত্বের সাথে করে হৃদ্যতা পুড়বে অনুশোচনায়
ভার্চুয়াল সুখে অন্তরের অসুখী মনের গভীরতা নাচে।