তোমাকে দেখে মনে শিহরণ জাগে
চমকে উঠি নিদ্রার দুঃস্বপ্ন ভেঙে।
ওই কালো অন্ধকারে ভিতরে
হারিয়েছে কত অজানা জীবন।


মানুষের বিভেদ ছিলো না সেদিন
এক সাথে করেছিল দেশের গান।
দেওয়ালে আজ‌ও বুলেটের ক্ষত
ইতিহাসের ক্রদন অক্ষত চিরদিন।


অন্ধকূপের অন্ধকারে একরাশ
ভালোবাসা মরে চাপা পড়ে আছে।
যেমন মহাকাশের কৃষ্ণ গহব্বরে
সবকিছু হারায় অন্ধকূপের অতলে ।


ছিল নিষ্ঠুর বিদেশী সেনাপতি
আর তার অমানবিক আদশের বলি।
পথরুদ্ধ করে মেরেছিল নির্বিচারে
রক্ত ছিল ক্রদনে রক্তাত্ব কৃষ্ণ গহব্বরে ।


আজও ছবি ওঠে সেল্ফি তোলে লোকে
জালিয়ান‌ওলা বাগের স্মৃতিচারণ করে।
স্তব্ধতা বধিরতা গ্ৰাস করে না মনে
অতীতের বলিদান অন্ধকূপে কাঁদে‌।