জীবনের পথে চলতে হলো দেরী,
অন্ধত্বের ভালোবাসা প্রত‍্যহ দেয় হাতছানি।
অক্ষমতার প্রকাশ শুধু অজুহাতে কাটে,
জীবন সৃজনে নষ্ট ভবিষ্যৎ হাসে।
আত্মসুখে নিজেকে দিয়েছ বলি,
ভালোবাসার কাছে হারে শৃঙ্খলতার গতি।
সময় থাকতে মূল্যর অপব্যবহার করি,
শক্ত জমি না পেয়ে ভবিষ্যতের রুদ্ধ গতি।
মেরুদণ্ডহীন সোজা না হতে পারে,
লতানো কান্ড মাটি আঁকড়ে পড়ে থাকে।
পদদলিত হবার ভয় নেই মনে,
ঝড়ের মাঝে মাথা নীচু করে বাঁচে।
জীবন যুদ্ধ দেখার ভাবনা নেই মনে,
এখনো অবাস্তব ভাবনা নিয়ে মন ছোটে।
অশ্রুর অযথা নিরর্থক বয়ে চলা,
অন্ধত্বের ভালোবাসা করে জীবনের অপচয়।
বিলাসিতায় মুগ্ধতার আবেশ জাগে
চোখে অবাস্তব গল্প সাজে
বাস্তবতার কঠিন পারদ
অন্ধ ভালোবাসায় নীচে পড়ে থাকে।