সভ‍্য এক মন প্রত্যক্ষ করেছিলাম,
পোশাকের নীচে আদম এক গোলাম।
সুন্দর করে পরিপাটি সেজেগুজে,
পোশাকের নীচে নগ্নতার খোঁজে আসে।
সভ‍্যতা ছিলো শুধু পোষাকে ঢাকা,
নগ্নতার আদিম ইচ্ছা মনে জেগে ওঠা ।
শরীরের ঘ্রাণ নিতে লালসার বলি,
নগ্ন মনের পরিচয়ে সভ‍্যতার বলি।
সভ‍্যতা লজ্জা নিবারণের পোশাক,
দিনে রাতে পোষাক খোলা পেশা।
শরীরের পতন থেকে উত্থান জেনে,
খাদক তার খাদ‍্য পেতে পোষাক খোলে।
সভ‍্যতা আসলে মনের জানালা খোলা,
আদিম নিঃস্বার্থ ভালোবাসার কথা।