ভয় কি জানি না কখনো,
মনের আড়াল না অজানা শঙ্কা,
যুক্তির অধরা না মনের কুয়াশা,
ভয় আসলে হারানো ভালবাসা,
না পাওয়া অবচেতনা।


ভয় মনের ভীরুতা দূর্বলতা,
ভয়ের মাঝে লুকিয়ে অসফলতা,
যত অপচেষ্টার কাপুরষতা,
ভীত শঙ্কিত মনে ভয়ের কবলে যত,
সবল মনের অবক্ষয়ে আড়ালে ক্ষত।


ভয় আমি প্রত্যক্ষ করি রোজ,
পথে মাঠে যেখানেই মনের দন্ড বোঝ,
রাতের অন্ধকারে ঘুঁটি ঘুঁটি পায়ে
ভোরের স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গে ভয়,
কখন কি ভাবে হানাদার হয়।


কল্পনা জল্পনা শেষে ভয় সব পায়,
অলীক ঘটে জীবনে বাস্তবতার মাঝে,
যুক্তিবাদী পায় না খুঁজে যা সব ভয়,
ভয় আসলে চেতনার পরাজয় মনে়,
মনে অবলুপ্ত অবচেতনার জয়।