ভাঙা দেওয়ালের ভিটে,
বটের ডালপালার ফাটায় টিকে।
বাইরে তপ্ত অনল চলে,
ক্ষেতমজুর চাষের মাঠে।
অন্ন দুটি আনবে সবার ঘরে,
দিনান্তে প্রত‍্যহ স্বপ্ন দেখে।
পরিচর্যা সন্তানের স্নেহে,
আপন দেহে পীড়ার ক্লেশে।
মাঠের পরে সন্ধ্যাকালে,
আঁধারের ভেঙে জোৎস্না রাতে।
ভাঙা ভিটের চার দেওয়ালে,
স্বপ্নের অন্ন চিতায় ওঠে।
মহাজনের দেনার চাপে,
ক্ষরা অনাবৃষ্টির চরম শাপে...
বটের ডালে একটি দড়ি ফাঁসে,
জীবনের মূল্য ধূলিসাৎ হতে।
ভোরের বেলায় গ্ৰামের লোকে,
কাকভোরে দেহ ঝুলতে দেখে,
চোখের জলে স্বপ্ন নিয়ে..
সব আশা নিয়ে মাঠের পানে,
হয়তো এবার বারিধারা এসে...
স্বপ্ন পূরণ করবে দেশে।
ঋণ মুকুবে ধারণাটা এবার,
পাল্টে যাবে প্রকৃতির প্রেমে।
শুকনো বটের পানে চেয়ে,
কেউ না হারায় ভাঙা ভিটে।