সভ‍্যতার শৃঙ্খল রোজ গতিরোধ করে দাঁড়ায়
মনের ভালোলাগা সব কবরের নীচে লুকায়।
ভালোবাসা ছিলো শৈশবের ফেলে আসা দিনগুলো
উৎশৃঙ্খলতার মধ‍্যে ছিলো ইচ্ছে পাখির স্বপ্নগুলো।


পরাধীনতার পীড়া সর্বত্র আজ ইচ্ছে পাখির মনে
অন্যের স্বপ্নে নিজেকে ভাসিয়ে তার স্বপ্ন কারাগারে।
আশার প্রদীপ জ্বালাতে প্রতিদিন আগুনে জ্বলা
অগ্নুৎপাত প্রত‍্যহ মনে বিষ্ফোরিত হ‌ওয়া ।


নিজের সুপ্ত প্রেমে দিয়েছে আত্মহুতি
বিবেকের কাছে রোজ অপরাধী সেজে থাকি।
একবার ইচ্ছে হয় শৃংখল ভেঙে জেগে ওঠার
ইচ্ছে পাখি হয়ে ডানা মেলে উড়ার ।
অন্যের স্বপ্ন নাইবা ভাসুক চক্ষুটিতে
আপন চক্ষুতে দূনিয়াতে বেঁচে থেকে ।