শৈশবের ওই দিনগুলো
ইচ্ছে পাখির স্বপ্ন ছিল।
রামধনুর সাতটি রঙে
মুক্ত আকাশে উড়ান‌ দিতো।
চোখের মাঝে অজানা পথের
জানার আনন্দে ভেসেছিল।
হঠাৎ কোন এক ব‍্যাধের জালে
ইচ্ছে পাখির স্বপ্নভঙ্গ হলো।
শিশু মনের চারিপাশে
লোহার বেড়ী আঁকরে ধরে
মনের ওই খাঁচাটাকে
ইচ্ছে না ভাঙ্গতে পারে।
মাথায় বোঝা বালতি ঝাঁটা
হাতে কাপ ডিস টেবিল মোছা
সব স্বপ্নের উড়ান গুলো
লোহার খাঁচার ভিতরে গোঁজা।
হয়ত কোন ভোরের আলোয়,
আসবে কোন এক শিশুর মায়ে।
খুলে দেবে ওই লোহার বন্ধ খাঁচা,
ইচ্ছে পাখি রোজ স্বপ্ন দেখে।
স্বপ্নের মাঝে সে উড়ান ভরে,
আজ‌ও স্বপ্ন যদি সত্যি ফলে।
ইচ্ছে পাখি স্বাধীন হয়ে
গড়বে স্বপ্ন তার মনের দেশে।