চারিদিকে কম্পিত মন,
আশঙ্কার জীবনে উৎপীড়ন।
মাথায় মুকুট পড়ে মাটির মূর্তি সাজা..
হোক না লাঠির প্রহার প্রহসনের নির্বাচন,
ক্ষমতার অলিন্দে অবিরত স্বজনপোষণ।


গরীবের ঝুলিতে গুড় বাতাসা,
বৃদ্ধদের মাথায় একটু ছাতা বা হাওয়া।
বোতাম টেপা ছবির যেন শুটিং,
সংবাদের পাতায় খবর তৈরী পাওয়া..
বাক্সবন্দী ফল নজির বিহীন।


নতুন ভাবনায় দলের নতুন দিক,
স্বপ্ন সুদিনে হবে জনগণ নির্ভিক।
ধর্ম নাকি হয়েছে আধার..
লোক ঠকানোর মিথ্যা বাজার,
তাহলে ভোটে কেন ধর্মের প্রচার ?