ভরা বসন্তের এখন অন্তিমক্ষণ,
সবকিছুই ভুলেছে জীবন ।


কচুরিপানার ভেসে যাওয়া দিনগলো,
মনে পড়লে- মন হয় ব্যাকুল
সাক্ষী শুধু ওই বটবৃক্ষের তলা।


অপেক্ষায় আছি,
এবার শুরু দিনগোনার পালা,
তোমার অনুপস্থিত থাকাটাও...
আমার মস্ত এক জ্বালা।


এত ডাকেও যখন এলে না,
তখন বুঝলাম
ভরা বসন্তের কেন এখন অন্তিমক্ষণ ।