বিফলতা কথায় লুকিয়ে আছে হার মানার আক্ষেপ
বিফলতা কথাটা জীবনের সফলতার মাপকাঠিতে মাপা
একটা বড় ফাঁক যা দিয়ে উড়ে যায় বন্দী খাঁচার পাখি,
বিফলতা আনে অদম্য ঈচ্ছা, হার না মানার পদক্ষেপ।
সফলতা আসে বিফলতাকে সাথী করে,
দুজনে যেন অভিন্ন হৃদয়ের বন্ধু,
একে অপরকে পরিপূর্ণ ক‍রে বারে বারে।


আসলে বিফলতা সিড়ির ধাপ যা সফলতাকে
সিড়ি অতিক্রম করে তার ঘরে পুনরায় প্রতিষ্ঠা করে,
ইতিহাস তো বিফলতা নিয়ে সফলতার মালা গাঁথে।


বিফলতার মধ্যে আছে দুঃখ,অভিমান,
কামনার অভিলাষা আর প্রাপ্তির সন্ধান,
সফলতা হলো ওই সাত রানীর এক মানিক ধন,
যা পেতে গিয়ে বিফলতার গাছে চড়ে বসে সকলে।