মনের অন্দরমহলে,
বস্ত্র খুলে আত্মবিসর্জনে।
রাতের আকাশে প্রতিশ্রুতি দিয়ে..
নির্বস্ত্র হয়ে বিছানায় দেহ শুয়ে,
তপ্ত অনলে শরীর পুড়িয়ে প্রতীক্ষা করে।
বেরুবে কখন নিজের আত্মউন্মোচনে,
আমাদের এই চামড়ার নিচের থেকে..
লুকিয়ে দেখে আদিম মন নিজেকে আবিষ্কারে,
শরীর ঠাণ্ডা হলে প্রতিশ্রুতি পোড়া ছাই দেখে।